ইরানে ধর্মীয় জাগরণ: নওরোজে আগুনের পূজায় ফিরছে পারসি শিকড়, ইসলামী শাসনের বিরুদ্ধে নিঃশব্দ প্রতিবাদ !
ইরানের মানুষ এখন উগ্র ইসলামের উপর বিরক্ত। ইসলামের আবির্ভাবের আগে ইরানে জরথুষ্ট্রীয়(পারসি)ধর্ম ছিল যারা আগুনের পূজা করত। ইরানে ক্রমাগত হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ চলছে এবং
নারীরা বিভিন্ন অধিকারের দাবিতে ইরানি সরকারের বিরোধিতা করছে।
নওরোজ(পারসি ধর্মীয় উৎসব) উপলক্ষে লক্ষ লক্ষ ইরানি তাদের শিকড়কে(পুরানো ধর্ম) স্মরণ করে এবং সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও নওরোজ উৎসব উদযাপন করে জরথুষ্ট্রীয় মন্দিরে অর্থাৎ আগিয়ারিতে ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে আগুনের পূজা করে। ইরানে খামেনেয়ীর ক্ষমতার উপর দখল শিথিল হওয়ার সাথে সাথেই অর্ধেক ইরানি হয়তো তাদের আস্থায় বদল ঘটাবে।
Comments
Post a Comment